বড়িশা জনকল্যাণ সংঘ পূজা কমিটি- এর এবারের থিম ‘মাটির রূপে মাটির মত, তার ভিতরে খবর মত’
TODAYS বাংলা: বড়িশা জনকল্যাণ সংঘ পূজা কমিটি এবারে ৭৪ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সৃষ্টির সুখ”। তবে এবারে তাদের থিম হল ‘মাটির রূপে মাটির মত, তার ভিতরে খবর মত’। তাদের এই থিমের ভাবনার কারণ এবারে তারা টেরাকোটা কে অন্যরকম ভাবে তৈরি করতে চলেছেন। টেরাকোটা তৈরি হয় মাটির কিন্তু তারা তৈরি করছেন হার্ড মিডিয়াম দিয়ে। ১ লা সেপ্টেম্বর থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে। আলোকসজ্জায় রয়েছেন জয়ন্ত দাস । শিল্পী হিসেবে রয়েছেন বিপ্লব কর্মকার। বিশেষ অনুষ্ঠান এর আয়োজন হিসেবে রয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং ১৫ বছর পর্যন্ত শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা।