বড়িশা তরুণ তীর্থ- এর এবারের থিম ‘বি- নির্মাণ’
TODAYS বাংলা: বড়িশা তরুণ তীর্থ এবারে ৩৯তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “ভুবনেশ্বরী শারদা”। তবে এবারে তাদের থিম হল ‘বি- নির্মাণ’। তাদের এই থিমের ভাবনার কারণ গত উনবিংশ ও বিংশ শতাব্দীর বিখ্যাত কিছু শিল্পকর্ম নিয়ে তাদের এই বিশেষ উপস্থাপনা। এখানে রয়েছে কালীঘাট পটশিল্প যামিনী রায়ের বিখ্যাত পথ ধর্মী চিত্রকলা ও সমসাময়িক কালের চিত্রকলা। সেপ্টেম্বরের শুরু থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন ডি.ডি.এন্টারপ্রাইজ। শিল্পী হিসেবে রয়েছেন রাজীব পাল,সুমন্ত কর্মকার। বিশেষ অনুষ্ঠান হিসেবে রয়েছে ক্লাব সদস্য অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান।