September 8, 2024 | Sunday | 11:57 AM

বড়িশা তরুণ তীর্থ- এর এবারের থিম ‘বি- নির্মাণ’

0

TODAYS বাংলা: বড়িশা তরুণ তীর্থ এবারে ৩৯তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “ভুবনেশ্বরী শারদা”। তবে এবারে তাদের থিম হল ‘বি- নির্মাণ’। তাদের এই থিমের ভাবনার কারণ গত উনবিংশ ও বিংশ শতাব্দীর বিখ্যাত কিছু শিল্পকর্ম নিয়ে তাদের এই বিশেষ উপস্থাপনা। এখানে রয়েছে কালীঘাট পটশিল্প যামিনী রায়ের বিখ্যাত পথ ধর্মী চিত্রকলা ও সমসাময়িক কালের চিত্রকলা। সেপ্টেম্বরের শুরু থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন ডি.ডি.এন্টারপ্রাইজ। শিল্পী হিসেবে রয়েছেন রাজীব পাল,সুমন্ত কর্মকার। বিশেষ অনুষ্ঠান হিসেবে রয়েছে ক্লাব সদস্য অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *