বড় টুইস্ট আসতে চলেছে অনুরাগের ছোঁয়ায়! নতুন প্রোমো প্রকাশ পেতেই মিলল ইঙ্গিত
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সবাই দীপা ও সূর্যকে একা কথা বলার জন্য সুযোগ করে দিলেও সূর্য দীপা কে ছুঁতে যাবে ঠিক তখনই দীপা তার হাত সরিয়ে দিয়ে বলে সে শুধুমাত্র মা হয়ে এসেছে কারো স্ত্রী পুত্রবধূ বা মেয়ে হয়ে নয়। সূর্য তাকে আগে ঠিক যে অপমানটা করেছিল তার ঘা এখনো দগডগে তাই সেখানে হাত দিলেই শুধুমাত্র রক্তই ঝরবে।
সূর্য দীপা আবারো এক হয়েছে এটা জেনে সবাই খুবই খুশী তাই তারা যাতে সুখে থাকে সেটা দেখার জন্যই রাত্রে সকলেই তাদের ঘরের বাইরে আড়ি পাত ছিল। এমনকি সূর্যের কাকাও। দীপার মা, দীপাকে কথা কথা শোনাতে ছাড়ছে না তখনই সূর্য দীপার পাশে এসে দাঁড়ালো।
দীপা একা গেছে সোনা ও রুপা কে স্কুল থেকে আনতে কিন্তু সোনা ও রুপা খুবই মিস করছে তার বাবাকে। অন্যদিকে আবার সূর্যর চেম্বারে তার ভাই এবং ভাইয়ের বউ গিয়েছে। তাদের পরিবারের রিইউনিয়ন হবে সেই কারণে। তারপরেই মিশকা ডিএনএ রিপোর্ট খুঁজে পাই আর তাতে রিপোর্ট ম্যাচ করে গিয়েছে।