December 8, 2024 | Sunday | 3:10 AM

বরিশা প্লেয়ার্স কর্নার- এর এবারের থিম ‘বোধ’

0

TODAYS বাংলা: বরিশা প্লেয়ার্স কর্নার এবারে ৫১ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “শুদ্ধ সূচি”। তবে এবারে তাদের থিম হল ‘ বোধ ‘। তাদের এই থিমের ভাবনার কারণ প্রকৃতি প্রেমি ভারতবর্ষের সবচেয়ে বড় জনগোষ্ঠীর ব্রত পরিবেশ কে রক্ষা করা ।

তাই এই তথাকথিত অশিক্ষিত মানুষ গুলোর ভাবনায় অনুপ্রাণিত হয়ে তারা কাজের উপকরণ হিসেবে বেছে নিয়েছেন বাঁশ,বাটাম, প্লাই, কাঠ, জ্বালানি কাঠ, খড়, কাপড় ও ভেষজ রঙ ইত্যাদি।। ২ রা জুলাই থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় সৌমেন হালদার , শিল্পী সন্দীপ মুখার্জি। এছাড়া রয়েছে পুজোয় নানান ধরনের অনুষ্ঠান, কম্পিটিশন, বাচ্চাদের নাটক বিভিন্ন আয়োজন করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *