বর্ষবরণের দিন অস্বাভাবিক মৃত্যু দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর
TODAYS বাংলা: মুর্শিদাবাদের কান্দি শহরের কলাবাগান এলাকায় পয়লা জানুয়ারি উপলক্ষে রবিবার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে সনিয়া ভট্টাচার্য নামে ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে।স্থানীয় সূত্রে,দাবী বছরের প্রথম দিনে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিল সনিয়া।সেখানে খাওয়াদাওয়ার পরেই মৃত্যু হয় তার।এরপর ঘটনাটি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ।নাবালিকার দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।কীভাবে ওই ছাত্রীর মৃত্যু হল,তা তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে।পাশাপাশি, নাবালিকার বাবা,মায়ের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।