বাংলাদেশে তার সবচেয়ে প্রিয় অভিনেতা কে? কী জানালেন স্বস্তিকা?
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই মুহূর্তে ঢাকায় রয়েছেন। আন্তর্জাতিক ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছেন।
সেখানে গিয়েই ওপার বাংলার তিন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।
স্বস্তিকা ২০০৮ সালে কাঁটাতারের ও পারের ছবিতে অভিনয় করেছিলেন। এরপর ২০১২ সালে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। তারপর থেকে আর বাংলাদেশের কোনও ছবিতে কাজ করেননি স্বস্তিকা। তবে আবার হয়তো তাকে দেখা যাবে বাংলাদেশের ছবিতে।