বাংলায় ১১-১২ তম সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে, শিক্ষার্থীদের চারবার পরীক্ষা দিতে হবে
TODAYS বাংলা: বাংলায় রাজ্যের শিক্ষানীতিতে প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। 2024 শিক্ষাবর্ষে 11 তম শ্রেণিতে ভর্তি হওয়া সমস্ত শিক্ষার্থী এই নিয়মের আওতায় আসবে। সেমিস্টার সিস্টেম মূল্যায়নের ভিত্তিতে প্রথম ফলাফল 2026 সালে ঘোষণা করা হবে।
একাদশ শ্রেণিতে দুটি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণিতে দুটি সেমিস্টার থাকবে। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার নভেম্বর 2024 এ হবে। 2025 সালের মার্চ মাসে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার হবে। 12 শ্রেনীর প্রথম সেমিস্টার সেই বছরের নভেম্বরে হবে। দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার হবে মার্চ 2026 এ। দ্বাদশ শ্রেণির দুটি সেমিস্টারের মূল্যায়নের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে।