বাগবাজার পল্লী পূজা ও প্রদর্শনী – এর এবারের থিম ‘সাবধান মগজ ধোলাই চলছে’
TODAYS বাংলা: বাগবাজার পল্লী পূজা ও প্রদর্শনী ( গৌরিমাতা উদ্যান) এবারে ৯৬ বছরে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “জীবন সংগ্রাম”। তবে এবারে তাদের থিম হল ‘সাবধান মগজ ধোলাই চলছে’। তাদের এই থিমের ভাবনার কারণ একটি সোশ্যাল মেসেজ সকলের কাছে পাঠানো। আগস্ট মাস থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন অনিল চৌরাশি য়া। শিল্পী হিসেবে রয়েছেন মন্ডপে – অঙ্কুশ চৌধুরী , প্রতিমা শিল্পী – সুবল পাল। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে চতুর্থীর দিন উদ্বোধন।