বালিগঞ্জ একুশ পল্লী সার্বজনীন – এর এবারের থিম ‘শঙ্খম’
TODAYS বাংলা: বালিগঞ্জ একুশ পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবারে ৭৭তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “শুভ যাত্রা “। তবে এবারে তাদের থিম হল ‘শঙ্খম’। তাদের এই থিমের ভাবনার কারণ শাঁখ শান্তির প্রতীক, শঙ্খধ্বনি শুভবার্তা বহন করে তাই শান্তির ছড়িয়ে দেওয়ার চেষ্টা তাদের এই ভাবনার মাধ্যমে। জুলাই থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন রানা রয় । শিল্পী হিসেবে রয়েছেন বিমান সাহা।