বালিটিকুরি নেতাজি বালক সংঘ – এর এবারের থিম ‘আশ্রয়’
TODAYS বাংলা: বালিটিকুরি নেতাজি বালক সংঘ এবারে ১৯তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “ওই যে তিনি উড়িয়ে ধ্বজা”। তবে এবারে তাদের থিম হল ‘ আশ্রয়’। তাদের এই থিমের ভাবনা কারণ আশ্রয় হলো প্রতীকে মানুষের একটি প্রাথমিক চাহিদা। খাদ্য বস্ত্র বাসস্থান এর মত এটিও মানুষের প্রয়োজন। আর আমাদের সব থেকে বড় আশ্রয় হলো মা, তাই তাদের থিমের ভাবনা আশ্রয়। ২ রা জুন থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন মলয় রায়। শিল্পী হিসেবে রয়েছেন ইন্দ্রজিৎ দাস, সঞ্জয় পাল। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে , হেলমেট, খাবার এবং হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন করবেন তারা।