‘বিগ বস’-এর মঞ্চে আর নেই ‘ভাইজান’! কে হবেন নতুন সঞ্চালক?
বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৩ বছর ধরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর হাল ধরেছিলেন বলিউড তারকা সলমন খান। কিন্তু এবার নতুন খবর! ভাইজান ‘বিগ বস’-এর মঞ্চে আর থাকছেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্ট অনুযায়ী, ‘বিগ বস’ ওটিটির তৃতীয় মরসুমে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে না সলমনকে। তাঁর পরিবর্তে নতুন সঞ্চালক হিসেবে আসছেন বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা অনিল কাপুর।
এই খবর শুনে চমকে উঠেছেন ‘বিগ বস’-এর ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নোংরা মন্তব্য করেছেন। অনিল কাপুরকে ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে মানতে নারাজ অনেকেই।
অনেকেই আবার মনে করছেন, সলমনের চেয়ে অনিল কাপুর হয়তো আরও ভালো সঞ্চালক হবেন।
তবে এখনো পর্যন্ত এই খবরের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতি পাওয়া যায়নি। ‘বিগ বস’ ওটিটির নির্মাতারাও এ বিষয়ে মুখ খোলেননি।
আসলেই কি ‘বিগ বস’-এর মঞ্চে আর দেখা যাবে না সলমন খানকে? নতুন সঞ্চালক হিসেবে অনিল কাপুর কতটা সফল হবেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে অপেক্ষা করে।