বিচ্ছেদের পর জীতুকে মিস করছেন তিনি? নবনীতার পোস্টে মিলল ইঙ্গিত!
কয়েক মাস আগে জীতু কমলের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন নবনীতা দাস। তারপর থেকে একের পর এক পোস্ট করে চলেছেন তিনি। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১২ সালের একটি ছবিতে নবনীতা দাস। তখন তিনি একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তখনও তিনি বাংলা সিরিয়ালের নায়িকা হয়ে ওঠেননি। সাজ দেখেও বোঝাই যাচ্ছিল তিনি তখন অনেকটাই ছোট। ছবিটি পোস্ট করে নবনীতা লিখেছেন, “যে সময় পার করে এসেছি।”
ছবিটি দেখে অনেকের মন্তব্য, “তিনি কি খুব মিস করছেন পুরনো দিনগুলো?” আবারও কেউ লিখেছেন, “জীতুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলে কি পুরনো দিনগুলো আরও বেশি করে মনে পড়ছে?” নবনীতা দাস কাউকেই উত্তর দেননি। তিনি এখন নিজের মতো জীবন কাটাতে চান।