September 20, 2024 | Friday | 1:32 PM

বিজেপির নীতি আত্মবিশ্বাস বাড়িয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলির! দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

0

২০১৪ সালে কুরসি দখলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে সাবকা সাথ সবকা বিকাশ স্লোগানেকে হাতিয়ার করে এগিয়ে যেতে দেখা যায়। ২০১৯ সালের লোকসভা ভোটও এই স্লোগানকে কাজে লাগিয়ে এগিয়ে ছিল।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান জি২০ সভাপতিত্বে তৃতীয় বিশ্বের দেশগুলোর আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলবে। আবার এরই সঙ্গে প্রধানমন্ত্রী জানান ২০৪৭ সালে ভারত হয়ে উঠবে এক উন্নত দেশ সারা বিশ্বের মধ্যে। যদিও বিরোধীরা জি কুড়ির সভাপতিত্ব মানতে নারাজ।

জি কুড়ি গোষ্ঠীর ভারতের আগে সভাপতি ছিল ইন্দোনেশিয়া। এই ডিসেম্বরে ভারতের হাত থেকে দায়িত্ব নেওয়া হবে ব্রাজিল তারপর নেবে দক্ষিণ আফ্রিকা। বিজেপির আসনে লোকসভা ভোট প্রচার করানোর অপেক্ষা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *