বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব- এর এবারের থিম ‘শান্তিরুপা ভক্তিরুপে’
TODAYS বাংলা: বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন দুর্গোৎসব এবারে ৭৪ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল আশ্রয়। তবে এবারে তাদের থিম হল ‘শান্তিরুপা ভক্তিরুপে’। তাদের থিমের এমন ভাবনা কারণ আমরা প্রকৃতির সন্তান কিন্তু এই আমরাই প্রকৃতিকে অবহেলা করি।
ভুলে যাই প্রকৃতির ব্যথা লাগে আমাদের নিত্য নতুন একের পর এক অপ ব্যবহারে। ধ্বংস করছি আমরা প্রকৃতির অংশ। তাই এবারে এই ক্লাবের নতুন ভাবনা তারা এবার শারদোৎসব এর ভাবনায় নিয়ে আসছেন শান্তি। ” মা” আসছেন শান্তিরূপা হয়ে।হাতে তুলে নিয়েছেন প্রতিকী শান্তির উপকরণ।মন্ডপ সেজে উঠবে বিভিন্ন সৃজনশীল শান্তির উপকরণ দিয়ে।আলোকসজ্জায় রয়েছেন শ্যামদাসী ইলেকট্রিক্যাল এবং প্রতিমা শিল্পী- শ্রী শ্যামল দাস, ভাবনায়- শ্রী সমীর কুন্ডু।