February 17, 2025 | Monday | 1:26 PM

বিরাটের বিদায়, অশ্বিনের বার্তা: ‘আরও একবার লড়াই করব’!

0

আহমেদাবাদ: বুধবার আইপিএল থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর সাথে সাথে প্রতিযোগিতা থেকে ছুটি হয়ে গেছে বিরাট কোহলিরও। ১৭ বছরের চেষ্টা করেও আইপিএল ট্রফি জিততে পারলেন না তিনি।

তবে ম্যাচের আগে বিশেষ বার্তা পেয়েছিলেন কোহলি। বার্তা পাঠিয়েছিলেন বিপক্ষ দল রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের পর এ কথা জানিয়েছেন অশ্বিন নিজেই।

অশ্বিন বলেছেন, “ম্যাচের আগে আমি বিরাটকে ফোনে বার্তা পাঠিয়েছিলাম। লিখেছিলাম, ‘আরও একবার বড় মঞ্চে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে চলেছি।'”

আইপিএলে নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন অশ্বিন। তার কথায়, “আমার কাছে এ বারের প্রতিযোগিতাটা দুটো অর্ধে হয়েছে। প্রথমার্ধে আমি ভাল খেলতে পারিনি। বেশ কষ্ট হয়েছে। লম্বা একটা টেস্ট সিরিজ খেলার পর আইপিএলে নেমেছিলাম। গত দুটো বছরও পরিশ্রমের মধ্যে দিয়ে কেটেছে। তাই শুরুতে গতি মন্থর ছিল। চোটও পেয়েছিলাম।”

ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে অশ্বিন বলেন, “গত ৬-৭টা ম্যাচে ভাল বল করেছি। নিজের খেলার শীর্ষে ছিলাম। খুব উপভোগ করেছি সময়টা।”

ম্যাচের দিন বেঙ্গালুরুর বিরুদ্ধে নিয়ন্ত্রিত বল করেন অশ্বিন। বিপক্ষ ব্যাটারদের রান করতে দেননি। এর পর ১৩তম ওভারে এসে পর পর আউট করেন ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *