February 17, 2025 | Monday | 2:14 PM

বুধবার প্রয়াত হলেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ড. অনুপম দাশগুপ্ত, গভীর শোকাহত রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার

0

TODAYS বাংলা: বুধবার প্রয়াত হলেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ড. অনুপম দাশগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। কৃতী ছাত্রজীবনে তিনি এশিয়ার মধ্যে প্রথম এডিনবার্গ ইউনিভার্সিটির পিএইচডি ফেলোশিপ পান। স্নায়ুরোগ চিকিৎসক হিসেবে দীর্ঘদিন এনআরএস হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন। চিকিৎসা জগতের বাইরেও সমাজসেবী হিসেবে ড. অনুপম দাশগুপ্তর ভূমিকা অনস্বীকার্য। দক্ষিণ কলকাতার অন্যতম সেরা দুর্গা পুজো ত্রিধারা ক্লাবের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁর। বস্তুত,বিগত প্রায় ২০ বছর ত্রিধারা ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। ত্রিধারা আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন ড. দাশগুপ্ত।


তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। বিধায়ক জানান, ড.অনুপম দাশগুপ্তের মৃত্যুতে চিকিৎসা জগতে যেমন অপূরণীয় ক্ষতি হল, তেমনই ত্রিধারা হারাল তার অভিভাবককে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *