বেতড় সার্বজনীন দুর্গোৎসব সমিতি – এর এবারের থিম ‘আলোর সিম্ফনি’
TODAYS বাংলা: বেতড় সার্বজনীন দুর্গোৎসব সমিতি ৮২ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের আগের বারের থিম ছিল ‘শিউলি ফুলের গান’। এবারেও তাদের থিম হল ‘আলোর সিম্ফনি’। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন দিলীপ সাউ । শিল্পী হিসেবে রয়েছেন রামকৃষ্ণ ডেকরেটর।