TODAYS বাংলা: বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি এবারে ৭৬ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “আদিম নাগাদ এসে মা এলোরে নব বেশে”। তবে এবারে তাদের থিম হল ‘মুখোমুখি’। আগস্ট এর শেষ থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। এই থিমের ভাবনা এবং রূপায়ণে রয়েছেন সোমনাথ দলুই।