বেলেঘাটা সরকার বাজার মিলন সংঘ- এর এবারের থিম ‘রাস্তার মাস্টার’
TODAYS বাংলা: বেলেঘাটা সরকার বাজার মিলন সংঘ এবারে ৭৮ বছরে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “শারদমূচ্ছনা”। তবে এবারে তাদের থিম হল ‘রাস্তার মাস্টার’। তাদের এই থিমের ভাবনার কারণ অশিক্ষা দূরীকরণের চেষ্টা। সেই দিকটাই তুল ধরছেন তারা। ১০ ই সেপ্টেম্বর থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন সরুপ ঘোষ। শিল্পী হিসেবে রয়েছেন কমলেশ সেনগুপ্ত, প্রতিমা শিল্পী: পরিমল পাল।