December 8, 2024 | Sunday | 2:57 AM

বেহালা ইয়ংমেন্স অ্যাসোসিয়েশন – এর এবারের থিম ‘আমার মা’

0

TODAYS বাংলা: বেহালা ইয়ংমেন্স অ্যাসোসিয়েশন এবারে ৭৪ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “অন্তহীন”। তবে এবারে তাদের থিম হল ‘আমার মা’। তাদের এই থিমের ভাবনার কারণ দু -তিন বছর আগে গোটা পৃথিবী কোভিড রূপী যে সঙ্কটের সম্মুখীন হয়েছিল, তার স্মৃতি এখনও সকলের মনে উজ্জ্বল। মানুষের চিরকাল-ই দেবতার প্রতি অসীম আস্থা – আর সেই আস্থা থেকেই ছুটে গেছে মন্দির – মসজিদ – গির্জায়। কিন্তু তখন সেই সব স্থানের দরজাও বন্ধ। ঠিক এই সময়-ই এই বঙ্গভূমি থেকে হাজার হাজার মাইল দূরে অক্সফোর্ড ইউনিভারসিটির ল্যাবে বসে এক বঙ্গললনা এই মারণ ভাইরাসের সাথে লড়াই করছিল বিজ্ঞানের ওপর ভরসা রেখে।

কোভিড ভাইরাস রূপী অসুরকে বধ করে সমস্ত মানবকূলকে রক্ষা করেছেন মাতৃরূপিণী চন্দ্রাবলী দত্ত। তাই জগত্মাতার সাথে সাথে তিনি -ই “আমার মা” তাই এবারে থিম তার সম্মানেই তৈরি করা। ১৩ই অগাস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন দিনেশ পোদ্দার এবং পিন্টু মণ্ডল । থিম শিল্পী – সঞ্জয় ঘোষ, প্রতিমা শিল্পী – দিপেন মণ্ডল, শব্দনিক্ষেপণ – দিশারী চক্রবর্তী । এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, বৃক্ষ রোপণ, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ জনচেতনামূলক শিবির, শিশুদের মধ্যে থ্যালাসেমিয়া সংক্রান্ত জনচেতনামূলক শিবির আয়োজনের পাশাপাশি বিভিন্ন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *