বেহালা চৌরাস্তা রণক্ষেত্র, লরির ধাক্কায় মৃত দ্বিতীয় শ্রেণীর ছাত্র
TODAYS বাংলা, শ্রেয়া দাস: বেহালা চৌরাস্তায় সকালে দুর্ঘটনায় শিশুর মৃত্যু। সেখান থেকেই সকাল ৮ টা থেকে শুরু হয় পথ অবরোধ। বাসিন্দারা প্রতিবাদ শুরু করেছেন। প্রতিবাদ বন্ধ করতে পুলিশের লাঠচার্জ। জানা যায় লরির ধাক্কায় মৃত্যু হলো দ্বিতীয় শ্রেণীর একটি পড়ুয়ার। ইতিমধ্যে কাদানে গ্যাস, লাঠিচার্জ রণক্ষেত্র গোটা বেহালা।
ছবি সৌজন্যে: প্রিয়াঙ্কা চক্রবর্তী
২ ঘণ্টা পরে উদ্ধার হয় মৃতদেহ। জনরোষে পুড়লো পুলিশ ভ্যান। ইতিমধ্যে ঘাতক লরি আটক করে কলকাতায় আনা হচ্ছে। লরিটি পলাতক ছিল অবশেষে আটক করা হয়েছে।