বেহালা ত্রিশক্তি সংঘ- এর এবারের থিম ‘স্বপ্ন’
TODAYS বাংলা: বেহালা ত্রিশক্তি সংঘ এবারে ৬৯ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “সাবেকি”। তবে এবারে তাদের থিম হল ‘ স্বপ্ন’। তাদের এই থিমের ভাবনার কারণ বাচ্চাদের স্বপ্ন অনেক, পড়াশুনা করলে সেই স্বপ্ন পূরণ করা যায় এটাই বলতে চাইছেন তারা।
২৫ সেপ্টেম্বর থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় তাপস চ্যাটার্জী , শিল্পী হিসেবে রয়েছেন সঞ্জয় দাস। এছাড়া নবমীতে ধুনুচি নাচের বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে।