বেহালা দেবদারু ফটক ক্লাব- এর এবারের থিম ‘প্রথা ভাঙার লড়াই , মানবিকতার লড়াই’
TODAYS বাংলা: বেহালা দেবদারু ফটক ক্লাব এবারে ৫১তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “অগ্রাসন”। তবে এবারে তাদের থিম হল ‘প্রথা ভাঙার লড়াই , মানবিকতার লড়াই’। তাদের এই থিমের ভাবনার কারণ পরাধীন ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ন ঐতিহাসিক কার্যকলাপ এবং কিছু মহাপুরুষদের ঐতিহাসিক সামাজিক কর্মকাণ্ডকে সবার সামনে নিয়ে আসার প্রচেষ্টা। ২০ ই আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় রয়েছেন মেঘা ইলেকট্রিক। শিল্পী হিসেবে রয়েছেন সুযোগ বন্দ্যোপাধ্যায় এবং শ্রী শুভাশিস মাইতি। বিশেষ অনুষ্ঠান হিসেবে রয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠান।