বেহালা ২৯ পল্লী – এর এবারের থিম ‘দৃষ্টি সুখের সন্ধানে’
TODAYS বাংলা: বেহালা ২৯ পল্লী এবারে ২১ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “ধরিত্রী তুমি অনন্যা “। তবে এবারে তাদের থিম হল ‘দৃষ্টি সুখের সন্ধানে’। তাদের এই থিমের ভাবনার কারণ প্রত্যেক মানুষ কোনো না কোনো সুখের সন্ধানে ছুটে চলেছে, এক এক মানুষের এক এক জিনিস সুখ। তাই সেই সুখের সন্ধানের ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন তারা। ২০ আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন দেবাশীষ চক্রবর্তী (ডেমো লাইট) । শিল্পী হিসেবে রয়েছেন অঙ্কিত শিল ও অমিত বিশ্বাস, প্রতিমা শিল্পী – দীপেন মন্ডল । এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান।