ব্যাঁটরা নবীন সংঘ- এর এবারের থিম ‘পাহাড়ে পুজো ‘
TODAYS বাংলা: ব্যাঁটরা নবীন সংঘ তাদের ৬২ বছরের দুর্গা পূজো উদযাপন করবেন এবার। আগের বারের থিম ছিল উত্তরণের স্বপ্ন। তবে এবারের থিম হলো পাহাড়ে পুজো।তাদের এরম থিমের ভাবনার কারণ হলো দুর্গা পূজো সবার প্রিয় উৎসব তাই পাহাড়ের নিবিড় শহর এবং গ্রাম গুলোতে কিভাবে মা দুর্গার আরাধনা হয় তাই দেখানোর চেষ্টা করছেন তারা।
আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই তাদের মণ্ডপ বানানোর কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন সন্তোশিমা সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক এবং শিল্পী উদয় মন্ডল।