ব্রহ্মপু্র সম্মিলনী সংঘ – এর এবারের থিম ‘প্রকৃতিই প্রাণ’
TODAYS বাংলা: ব্রহ্মপু্র সম্মিলনী সংঘ এবারে ৫৯ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “আদিম নাগাদ এসে মা এলোরে নব বেশে”। তবে এবারে তাদের থিম হল ‘প্রকৃতিই প্রাণ’। জীবনানন্দ দাশের কবিতার অপরূপ সৌন্দর্য ছিল আগে প্রকৃতি এখন কংক্রিটের ভীড়ে হারিয়ে গেছে সেই প্রাণ, সবুজ। আমাদের চোখ সবুজ চায় তাই তাদের এবারের বিষয় প্রকৃতিই প্রাণ। ২১ আগস্ট থেকে থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। আলোকসজ্জায় রয়েছেন আয়দুল ইলেকট্রিক। শিল্পী হিসেবে রয়েছেন সমীর রানা ও প্রতিমা শিল্পী কার্তিক এইচ ।