ভবানীপুর কুন্ডুপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির থিম ‘পুরোনো সেই দিনের কথা’
TODAYS বাংলা: ভবানীপুর কুন্ডুপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবারে তাদের ৭৭ তম দুর্গা পুজোয় উদযাপন করবেন। আগের বারের থিম ছিল গঙ্গার পারের নস্টালজিয়া। তবে এবারে তাদের থিম ‘ পুরানো সেই দিনের কথা ‘। আমরা বাঙালিরা বড্ড নস্টালজিক মানুষ। বয়স যত বাড়ে তত পুরনো দিনগুলো আরও বেশি করে আঁকড়ে বাঁচতে চাই।
অতীতের কথা ভেবে ভালো থাকি আবার কখনো কোনো স্মৃতি মনের কোনায় বেশ সুন্দর করে গুছিয়ে রাখি। সেই ভাবনাটাই তারা মানুষের কাছে তুলে ধরতে চলেছেন। ক্লাবের সকল মেম্বার এই থিমের ভাবনায় সহযোগিতা করেছেন। প্যান্ডেলের কাজ শুরু হয়েছিল তাদের ১৫ ই আগস্ট থেকে। এছাড়া আলোকসজ্জায় রয়েছে রহমান ইলেকট্রিক। প্রতিমা শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি, সৃজনে সমিতির সদস্যবৃন্দ।
এছাড়া সভাপতি রয়েছে মদন মিত্র, কার্যকরী সভাপতি মুকুল পাল, যুগ্ম সম্পাদক ঝন্টু দে, সত্যজিৎ মুখার্জি, চেয়ারম্যান নিরঞ্জন মুখার্জি, সহ সম্পাদক সৌজিত পাল এবং অমলেন্দু রায়। উদবোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুজোর শুভ সূচনা হবে।