ভবানীপুর স্বাধীন সংঘ- এর এবারের থিম ‘গন্তব্য’
TODAYS বাংলা: ভবানীপুর স্বাধীন সংঘ এবারে ৭৫ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল প্রজন্ম। তবে এবারে তাদের থিম হল ‘গন্তব্য’। তাদের থিমের এমন ভাবনা কারণ সামাজিক সচেতনতা এবং মানবিকতাবোধ। গন্তব্য মানেই প্রত্যেকটা মানুষকে তার নিজের নিজের গন্তব্যে পৌঁছাতে হয় সেটাই তার ভাগ্য। ২০শে আগস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।
আলোকসজ্জায় রয়েছেন অভিজিৎ মন্ডল এবং শিল্পী হলেন অনির্বাণ দাস ও সুদর্শন হালদার, প্রতিমা শিল্পী অভিষেক ভট্টাচার্য্য। এছাড়া সপ্তমীর দিন তাদের বিশেষ বিনোদন অনুষ্ঠানের আয়োজন এর ব্যবস্থা করা হবে।