ভয়াবহ আগুন লাগল মৌসুনি দ্বীপের টুরিস্ট কটেজ
TODAYS বাংলা: পুজোর মুখে ভয়াবহ আগুন মৌসুনি দ্বীপে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি টুরিস্ট কটেজ। বৃহস্পতিবার ভোরে কটেজটিতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। কিছু করার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। দুর্ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।কটেজের ম্যানেজার সুরজিৎ দাস জানিয়েছেন, ‘আনুমানিক সাড়ে পাঁচটা থেকে ৬ টার মধ্যে আগুন লাগে।
কটেজের চারটি রুম অফিস রুম, স্টোর রুম, কিচেন এবং ডাইনিং রুম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে তিনি বাইরে এসে দেখেন যে দাউদাউ করে আগুন জ্বলছে।’
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বালতিতে করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা হয় কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। পুড়ে ছাই হয়ে যায় কটেজটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।