September 8, 2024 | Sunday | 11:34 AM

ভাঙনের গুঞ্জন অতীত, সঙ্গে কোথায় ছুটি কাটাতে গেলেন নীল-তৃণা?

0

কয়েক মাস আগে নীল-তৃণার সম্পর্কের ভাঙনের খবরে উত্তাল ছিল টলিপাড়া। কিন্তু সেই খবর ভুয়ো বলেই জানিয়েছিলেন তাঁরা। সোশাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও পোস্ট করে তাঁদের ভালোবাসা উজাড় করেছিলেন নীল ও তৃণা। সম্প্রতি তাঁরা একসঙ্গে মিলে পোশাকের ব্যবসাও শুরু করেছেন।

পুজো শেষ হতেই এবার ছুটি কাটাতে উড়ে গেলেন নীল-তৃণা। গোয়াতে গিয়ে তাঁদের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা। ছবিতে দেখা যাচ্ছে, নীল ও তৃণা বেশ খুনসুটি করছেন। সুইমিংপুলে একসঙ্গে স্নান করতেও দেখা গেছে তাঁদের।

নীল ও তৃণা পোস্টে লিখেছেন, “বহুদিন বাদে ছুটি কাটাতে গোয়াতে এসেছি।” এই ছবি ও ভিডিও দেখে স্পষ্ট যে, নীল-তৃণার সম্পর্ক আগের মতোই ভালো আছে। তাঁদের সম্পর্ককে নিয়ে যেসব গুজব রটেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *