ভারতীয় রেলে হতে চলেছে বিপুল নিয়োগ
ভারতীয় রেলে চাকরি মানে ভাগ্য খুলে গেলো – এমন অনেকেই ভাবেন। তাদের সামনে এসেছে একটা বড়ো সুযোগ। সেন্ট্রাল রেলওয়ে শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করবে। ৪০০০ এরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। সেন্ট্রাল রেলওয়ে’র তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। * শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া (Indian Railway Recruitment 2025) শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে – www.scr.indianrailways.gov.in -ক্লিক করে আবেদন করতে হবে। ওয়েবসাইটে কেরিয়ার অপশনে গিয়ে আবেদন করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। * সেন্ট্রাল রেলওয়ের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪২৩২ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (Indian Railway Recruitment 2025) করা হবে। বিভিন্ন ট্রেডসে শিক্ষানবিশ পদের জন্য হবে নিয়োগ। এর মধ্যে এয়ার কন্ডিশনার, কার্পেন্টার, ডিজেল মেকানিক্যাল, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, পেইন্টার, ওয়েল্ডার সহ একাধিক পদ আছে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। * বয়স – ক্লাস ১০ পাশ করলেই এই শূন্যপদের জন্য আবেদন (Indian Railway Recruitment 2025) করা যাবে। তবে অঙ্কে ৫০ শতাংশ মার্কস পেতে হবে। একই সঙ্গে আবেদনকারীর কাছে থাকতে হবে আইটিআই সার্টিফিকেট। নুন্যতম ১৫ বছর বয়স থেকে আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৪ বছর। * শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীকে মাসে ৭,৭০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে। * এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে কোনও লিখিওত পরীক্ষা দিতে হবে আবেদনকারীকে। মেরিট লিস্টের মাধ্যমে হবে এই নিয়োগ (Indian Railway Recruitment 2025)। যা ক্লাস ১০-এ এবং ITI নম্বরের উপর ভিত্তি করে হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট করা হবে। এরপরেই সেন্ট্রাল রেলওয়ের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।