February 10, 2025 | Monday | 7:26 PM

ভারতের অন্যতম সবচেয়ে দামি স্কুলে পড়েন ধোনির মেয়ে জিভা, ফিস শুনলে আঁতকে উঠবেন আপনি!

0

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তার মেয়ে জিভার পড়াশোনার জন্য বছরে প্রায় ৮ লাখ টাকা খরচ করেন। জিভা রাঁচীর টৌরিয়ান ওয়ার্ল্ড স্কুলে পড়েন। এই স্কুলটি রাঁচীর অন্যতম সেরা স্কুল।

স্কুলে পড়ার পাশাপাশি জিভা নাচ, গান, জৈব ফার্ম, রোয়িং, ঘোড়দৌড়ের মতো বিষয়েও শিক্ষা নেন। স্কুলে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকির মতো খেলাধুলারও ব্যবস্থা রয়েছে। স্কুলে অনেক বিদেশী শিক্ষক রয়েছেন।

নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে পড়ার খরচ বছরে ৪ লাখ ৪০ হাজার টাকা। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খরচ বছরে ৪ লাখ ৮০ হাজার টাকা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *