ভাষা ১৪ নং, আমারা সবাই সংঘ- এর এবারের থিম ‘চিরাচরিত পাখা’
TODAYS বাংলা: ভাষা ১৪ নং, আমারা সবাই সংঘ এবারে ৩৩ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “চাষির ঘরে জগৎ জননী” । তবে এবারে তাদের থিম হল ‘চিরাচরিত পাখা’। তাদের থিমের এমন ভাবনার কারণ আগেকার দিনের পাখাকে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টা।
২০ আগস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন সঞ্জীব ইলেকট্রিক এবং শিল্পী হলেন শিবাষিশ মাইতি। এছাড়া প্রতিবছর কিছু না কিছু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারে বস্ত্র বিতরণ, রক্তদান শিবিরের আয়োজন করা হবে।