ভোট প্রচারে গিয়ে হরলিক্স উপহার পেলেন সোহম, কী করলেন তিনি?
আজব এক কান্ড ছোটবেলায় অভিনয় করে খাওয়া হরলিক্স অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহন চক্রবর্তীর। অঞ্জন চৌধুরী পরিচালিত ছোট বউ সিনেমায় ‘একটু হরলিক্স দাও না চেটে চেটে খাব’ এই সংলাপটি আজও বেশ জনপ্রিয়। আজও দাঁড়িয়ে যদি সোহমের কথা কথা উঠে অনুরাগীদের মাথায় এই সংলাপটি উঠে আসে।সেই ছবি মুক্তির ৩৬ বছর পরেও যে এইভাবে তার ঠেলা সামলাতে হবে কখনো ভাবতেও পারেনি অভিনেতা সোহম চক্রবর্তী। সম্প্রতি জিয়াগঞ্জে চন্ডিপুরে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর প্রচারে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন অভিনেত্রী কৌশানী চট্টোপাধ্যায়। হুড খোলা গাড়ি করে ভালোই চলছিল ভোট প্রচার। হঠাৎই তার গাড়ির সামনে চলে আসে এক মহিলা।তিনি তার গাড়ির সামনে এসে হরলিক্সের শিশি তুলে ধরেন। সোহম রেগেই যাননি বড় খুশি হয় মিষ্টি হেসে হাত জোড় করে শুভেচ্ছা বিনিময় করে। মৌসুমী পাল সামন্ত নামে এক মহিলার ফেসবুকে উঠে এসেছে এই ভিডিও।