September 20, 2024 | Friday | 12:00 PM

মডেল অন্তরার এক্সক্লুসিভ ইন্টারভিউ

0

TODAYS বাংলা: ডঃ অন্তরা ভারতী মডেলিং জগতে পা রেখেছেন চার মাস মাত্র। ক্যামেরার সামনে আসা তার ছোটোবেলার ইচ্ছা। সাবলীল ভাবে সব রকম লুকে আসতে চান তিনি।ভারতীয় বা বিদেশী যে পোশাকে তার ব্যাক্তিত্ব বজায় থাকবে তাই করতে ইচ্ছুক। মডেলিং অন্তরার কাছে নিজেকে তুলে ধরা,নতুন ভাবে নিজেকে চেনা। প্রথম শ্যুট করেন indian chronicales এর সাথে। এরপরেই ইচ্ছাপূরন ও টুডেস বাংলা পত্রিকার সাথে কাজ করেন । এখানেও তার ভীষন ভালো অভিজ্ঞতা হয়েছে। ব্যানার এবং ম্যাগাজিন সব ধরনের শ্যুট করেছেন তার মধ্যে বেশি পছন্দের ম্যাগাজিন।

তিনি একজন প্রফেশনাল শিক্ষিকা,দীর্ঘ ষোলো বছর ধরে এই পেশায় আছেন। পরিবারে বাবা মা ভাই আছেন সকলেই সাপোর্ট করেন। কোনোদিনই কেউ কোনো কিছুতে আপত্তি করেননি। দুবছর আগে জীবনে এমন একটি দুর্ঘটনা ঘটে তাতে ঝড় আসে তার জীবনে।স্বামীর মৃত্যু হয় দীর্ঘ অসুস্হতার সাথে লড়াই করে। সারাদিন কাটে খুব ব্যাস্ততার সাথে।রুটিনে চলতে হয়,যেহেতু এত রকম পেশার সাথে যুক্ত।সকালে শরীরচর্চা দিয়ে শুরু হয়।তার পরেই স্নান ও পূজো। বাঙালী খাবার ই পছন্দ।মোমো ,বিরিয়ানী,মাটন কষা,লুচি,আলুভাজা বেশ পছন্দের। বেড়ানো বিষয়টাই খুব পছন্দের।বেশিদিন ঘুরতে না গেলে দম বন্ধ লাগে তার ।তাই সময় পেলেই বেড়িয়ে পড়েন ঘুরতে।পাহাড় ভীষন পছন্দের।

তার পছন্দের অভিনেতা অভিনেত্রী দের তালিকায় প্রথমেই বাংলার আইকন উত্তম সূচিত্রার ।হিন্দিতে শাহরুখ খান,কাজল,দীপিকা পাড়ুকোন।আলিয়া ,অনুষ্কাও রয়েছে।
বাংলাতে দেব,অনির্বান,আবীর।অভিনেত্রীদের মধ্যে অপরাজিতার অভিনয় ভীষন ভালো লাগে তার।

সবে একমাস হয়েছে তিনি TODAYS বাংলার সাথে কাজ করছেন। তিনি অভিজ্ঞতা শেয়ার করলেন , ” প্রতিটা কাজের অভিজ্ঞতা খুব ভালো।কখনো নিজেকে নতুন মনে হয়নি।আর মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার খুব বেশী,ভালোভাবে মিশে যেতে পারি অবশ্যই স্বকীয়তা বজায় রেখে। যারা কাজ করেনি তাদের বলবো এগিয়ে আসুন,স্বপ্নকে ছুঁয়ে দেখুন।নিজের ভিতরের ইচ্ছাকে ডানা মেলতে দিন।সকলের মধ্যেই সুপ্ত প্রতিভা আছে।তাকে জাগিয়ে তুলুন।বয়স শুধু সংখ্যা মাত্র,শুরু করার ইচ্ছাটা থাকা চাই প্রবল ভাবে। যাই করুন ভালোবেসে করুন।কারন ভালোবাসাই একমাত্র সত্যি,আর ভালোবাসা হীন কোনো কাজ মানেই যান্ত্রিক,তাই তাতে মন নেই।জীবন খুব সুন্দর,তাকে প্রতি মুহূর্ত নিজের মতো করে উপভোগ করুন,আনন্দে থাকুন,নিজের শর্তে বাঁচুন।ভালো থাকুন সকলে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *