মধুসূদন দাস লেন ও বাই লেন সার্বজনীন দুর্গোৎসব- এর এবারের থিম ‘ঐতিহ্যের মাঝে দুই বাংলার সাজে’
TODAYS বাংলা: মধুসূদন দাস লেন ও বাই লেন সার্বজনীন দুর্গোৎসব এবারে ৩৫ তম বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “তন্তুবায়”। তবে এবারে তাদের থিম হল ‘ঐতিহ্যের মাঝে দুই বাংলার সাজে ‘। তাদের এই থিমের ভাবনার কারণ দুই বাংলার সংস্কৃতিকে এক জায়গায় এনে মিলে থাকার গল্প বলবে তাদের মণ্ডপের মাধ্যমে। ২৮ অগাস্ট থেকে তাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। গৌরম পাখিরা এই থিমের শিল্পী।