মল্লিকাদেবীর কেস নিয়ে তদন্ত করতে গিয়ে কিছু অনুদঘাটিত সত্য সামনে এলো জগদ্ধাত্রীর, এবার চিন্তায় পড়ে গেল সে!
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে নতুন মোড় নিয়েছে গল্প। মল্লিকাদেবীর গুলিবিদ্ধ হওয়ার পর জগদ্ধাত্রী তাকে দেখতে হাসপাতালে যায়। সেখানেই কৌশিকী জগদ্ধাত্রীকে জানায় যে, সে মল্লিকাদেবীর কেস নিয়ে কিছু তথ্য জানতে পেরেছে।
কৌশিকী জানায় যে, মল্লিকাদেবী জালচক্রের গাড়িগুলো বের করার জন্যই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই কথা শুনে রাজনাথ রেগে যায় এবং উৎসবকে শাসন করতে থাকে। কারণ রাজনাথ নিজেও জালচক্রের সাথে যুক্ত।
উৎসব রাজনাথকে “শাট আপ” বলে সম্বোধন করে। এতে রাজনাথ আরও রেগে যায় এবং উৎসবকে অপমান করে। তখনই জগদ্ধাত্রী এসে উৎসবকে রক্ষা করে।
জগদ্ধাত্রী মনে করে, পুরোহিত মশাই সত্যি কথা বলছে না। সে তার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করে। কিন্তু পুরোহিত মশাই কিছু বলতে চায় না।