মল্লিক বাড়ির পুজোয় চুটিয়ে সিঁদুর খেললেন কোয়েল, দেখুন সেই ভিডিও!
কলকাতার অভিজাত পরিবারের মধ্যে মল্লিক বাড়ির দুর্গাপুজো অন্যতম। এই পুজো অভিনেতা রঞ্জিত মল্লিকের তত্ত্বাবধানে হয়ে থাকে। তাঁর মেয়ে কোয়েল মল্লিকও এই পুজোর অন্যতম অংশীদার। পুজোর চারদিন ধরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মিলে পুজোর কাজে হাত লাগান।
বিজয়া দশমীর দিনেও তিনি বাড়ির পুজোয় উপস্থিত ছিলেন। দেবীবরণের পর তিনি বাড়ির মহিলাদের সঙ্গে সিঁদুর খেলেন। তাঁর স্বামী নিসপাল সিং রানে ও ছেলে কবীরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিসর্জনের আগে মল্লিক বাড়ির পুরুষ সদস্যরা এক বিশেষ নৃত্য পরিবেশন করেন। এরপরই প্রতিমাকে নিয়ে যাওয়া হয় ঘাটে। কোয়েল তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানের নানা মুহূর্ত শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, কোয়েল আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি মায়ের বিসর্জনে শোক প্রকাশ করেছেন। কিন্তু একই সঙ্গে তিনি হাসিমুখে উমাকে কৈলাসের উদ্দেশে রওনা দিতে সাহায্য করেছেন।