মাইসুরুতে বসল ‘বাহুবলী’ প্রভাসের মূর্তি! মিল নেই মুখের সঙ্গে, মূর্তি দেখে ক্ষুব্ধ অনুরাগীরা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সিনেমা বাহুবলী। এই সিনেমার প্রধান চরিত্র বাহুবলীকে অভিনয় করেছেন প্রভাস। সম্প্রতি মাইসুরুর এক জাদুঘরে প্রভাসের মূর্তি বসানো হয়েছে। কিন্তু এই মূর্তি দেখে অনেকেই সমালোচনা করেছেন।
তারা বলছেন, মূর্তিটি অত্যন্ত খারাপ। প্রভাসের সঙ্গে এর কোনও মিল নেই। কেউ কেউ মূর্তির সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের মিল দেখতে পেয়েছেন। আবার কেউ কেউ রামচরণের মতো দেখতে পেয়েছেন।
এই মূর্তি দেখে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ছবির অন্যতম প্রযোজক সবু ইয়ারলাগাড্ডা। তিনি বলেন, মূর্তিটি বিনা অনুমতিতে বসানো হয়েছে। তাদের কোনও অনুমতি নেওয়া হয়নি। যদি মূর্তিটি সরানো না হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।