January 15, 2025 | Wednesday | 4:44 PM

মায়ের জন্মদিন ধুমধাম করে পালন করলেন দেব!

0

গত বছর টলিউডের অন্যতম সফল অভিনেতা ছিলেন দেব। তার তিনটি ছবিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। এর মধ্যে বড়দিনের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত ‘প্রধান’ এখনও প্রেক্ষাগৃহে চলছে।

ব্যস্ততার মধ্যেও দেব মায়ের জন্মদিন পালন করতে ভুললেন না। সোমবার তার মায়ের জন্মদিন। রবিবার রাতেই কেক কেটে মায়ের জন্মদিন পালন করেন তিনি।

ইনস্টাগ্রামে দেব একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেব এবং তার মা কেক কাটছেন। কেকের উপরে লেখা ‘মা’। দেব তার মায়ের গালে চুম্বন এঁকে দিয়েছেন। ছবির ক্যাপশনে দেব লিখেছেন, “আমি পরজন্মে বিশ্বাস করি না। কিন্তু যদি তা সত্য হয়, তা হলে পরবর্তী সমস্ত জন্মে তুমি আমার মা হয়েই থেকো।”

জন্মদিন পালনে দেবের সঙ্গে ছিলেন তার স্ত্রী রুক্মিণী মৈত্র, বাবা গুরুপদ অধিকারী, পরিচালক রাজা চন্দ, অভিনেত্রী পিয়ান সরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *