December 10, 2023 | Sunday | 4:57 PM

মিটেও মিটছে না সমস্যা, আবারো কি দূরে সরে যাবে সূর্য-দীপা?

0

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সোনা ও রুপা তার কাকু কাকিমা পিসি সকলের সঙ্গে বেশ মজা করছে। তারপরে একসঙ্গে সবাই মিলে খাবার টেবিলে খাবার খাচ্ছে এটা দেখে দীপার খুবই ভালো লাগছে।

সবাই দীপা ও সূর্যকে একা কথা বলার জন্য সুযোগ করে দিলেও সূর্য দীপা কে ছুঁতে যাবে ঠিক তখনই দীপা তার হাত সরিয়ে দিয়ে বলে সে শুধুমাত্র মা হয়ে এসেছে কারো স্ত্রী পুত্রবধূ বা মেয়ে হয়ে নয়। সূর্য তাকে আগে ঠিক যে অপমানটা করেছিল তার ঘা এখনো দগডগে তাই সেখানে হাত দিলেই শুধুমাত্র রক্তই ঝরবে।

সূর্য দীপা আবারো এক হয়েছে এটা জেনে সবাই খুবই খুশী তাই তারা যাতে সুখে থাকে সেটা দেখার জন্যই রাত্রে সকলেই তাদের ঘরের বাইরে আড়ি পাত ছিল। এমনকি সূর্যের কাকাও।

Advertise

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *