মিঠাই ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রী এবার বড় পর্দায়!
মিঠাই ধারাবাহিকে তোর্ষা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তন্বী লাহা রায়। সেই তোর্ষা এবার বড় পর্দায় লীনা চরিত্রে অভিনয় করবেন। পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই ছবিতে তন্বীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।
তন্বী তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে এই খবর জানিয়েছেন। ছবিতে একটি খাতার উপর রাখা কালো চশমার ফ্রেম দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেখা রয়েছে, “কাহিনি ও নির্দেশনা প্রেমেন্দু বিকাশ চাকী। চিত্রনাট্য সংলাপ পদ্মনাভ দাশগুপ্ত।”
ক্যাপশনে তন্বী লিখেছেন, “আমার পরবর্তী ছবি। সকলের আশীর্বাদ ও ভালোবাসা কাম্য।”