মিঠাই ২ করার সুযোগ এলে তিনি করবেন? কী জানালেন সৌমিতৃষা?
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এখন বড়পর্দায়ও সমান জনপ্রিয়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ছবি ‘প্রধান’-এর মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করেছেন তিনি। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন সৌমিতৃষা। ছবিটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে।
সৌমিতৃষা জানান, ‘প্রধান’-এর শ্যুটিং শেষের পথে। আর মাত্র দুদিন শ্যুটিং বাকি আছে। ছবিটিতে তিনি একজন সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে তার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই।
সৌমিতৃষা জানান, ‘মিঠাই’-এর পুনঃসম্প্রচারের খবর শুনে তিনি প্রথমে ভাবতে পারেননি যে এটি আসলে ‘মিঠাই’-এর পুনঃসম্প্রচার হবে। তিনি ভেবছিলেন এটি ‘মিঠাই-২’। তবে পরে জেনে খুশি হয়েছেন যে দর্শকদের চাহিদায় ‘মিঠাই’ আবার দেখা যাবে।
মিঠাই-২-এর প্রস্তাব আসলে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সৌমিতৃষা বলেন, ‘আপাতত তো ছোটপর্দায় কাজ করছি না। নিজেকে ওই ‘মিঠাই’ ইমেজ থেকে বের করে এবার একটু দর্শককে নতুন ভাবে চেনাতে চাই। আর তাই এখন যদি মিঠাই-২ আসে তাহলে কীভাবে করব! পরে হলে নিশ্চয় ভেবে দেখব। তবে আমার মনে হয় না বাংলা ধারাবাহিকের ইতিহাসে কখনও সিক্যুয়েল এলে ‘কাস্ট রিপিট’ হয়েছে বলে। দর্শক যদি কাউকে আড়াই বছর ধরে দেখে ফেলে, তাহলে ওই একই বিষয়ে একই অভিনেত্রীকে কেউ দেখতেও চাইবেন না। তাই যতই ‘২’ আসুক, দেখা যায় কাস্ট বদলে গিয়েছে।