January 21, 2025 | Tuesday | 10:54 AM

মিড-ডে মিল রান্না করে ছেলেকে বড় করেছেন মা, আজ আইএএস যোগ্য প্রতিদান দিল ছেলে!

0

তেলেঙ্গানার এক ছোট্ট শহরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ডোংরে রেভাইয়াহ। বাবা-মায়ের একমাত্র ছেলে তিনি। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় সংসারের দায়িত্ব পড়ে মায়ের কাঁধে। মা স্কুলে মিড-ডে মিল রাঁধে সংসার চালাতেন।

দরিদ্রতা সত্ত্বেও ডোংরে পড়াশোনায় ভালো ছিলেন। আইআইটি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন আইআইটি মাদ্রাজে। কিন্তু পড়াশোনার খরচ চালানোর জন্য মায়ের কাছ থেকে টাকা নেওয়ায় তিনি নিজেকে অপরাধী মনে করতেন। তাই জেলা প্রশাসনের সাহায্যে তিনি আইআইটিতে পড়াশোনা চালিয়ে যান।

আইআইটি থেকে গ্রাজুয়েশন করার পর তিনি গেট পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর হায়দ্রাবাদে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি নেন। কিন্তু চাকরির পাশাপাশি তিনি আইএএস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। ২০২২ সালে তিনি আইএএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৪১০তম স্থান অর্জন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *