মিশকার চাল জানতে পারা সত্ত্বেও হাতে সময় বড়ই কম, দেবীপক্ষের আগে সূর্যকে কি নির্দোষ প্রমাণ করতে পারবে সে?
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।মিশকা যে প্রেগনেন্সি টেস্টে রিপোর্টটা এনেছে সেটা দেখে দীপা জানালো মিসকা কিছুদিন আগেই প্রেগনেন্ট হয়েছে কিন্তু সূর্য অনেক দিন ধরেই দীপার সঙ্গে রয়েছে আর আগে সূর্যর এতগুলো টেস্ট করিও নেগেটিভ এসেছিল তাহলে তার কি হল।
মিশকার বাড়িতে এসেছে কবীরের স্ত্রী এবং দীপা। দীপা এসে মিশ কাকে জানাই সে যেন এই নোংরামি গুলো বন্ধ করে আসলে সে ঠিক কি চায়। উত্তরে দীপা জানাই সে শুধুমাত্র সূর্যকে চায় আর সে যেটা চায় সেটা পেয়ে থাকে উল্টে জানায় সে আগুন নিয়ে খেলা যেন বন্ধ করে। মিশকা সঙ্গে দেখা করে আসার পরেই দীপা কেমন যেন একটা আনমনা হয়ে রয়েছে।
সূর্য কেমন যেন একটা পাগলের মতন করছে সে দীপা কে বলছে দীপার সঙ্গে সূর্য যা করেছে তার অপরাধবোধ এখন কাজ করছে। অন্যদিকে লাবণ্যদীপাকে জিজ্ঞাসা করল পরিষ্কার বাড়িতে এমন কি হয়েছে যে তারপর থেকে সে বিচলিত দীপা জানায় কবিরের স্ত্রী জানালো মিশকা প্রেগন্যান্ট হলেও হতে পারে।