মিশকার যাবতীয় ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিল তবলা! এবার তাকে দীপার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।দীপা যখন থানায় ঢুকছে ঠিক সেই সময় একজন বয়স্ক মহিলা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু দীপা তার হাতের নখ দেখে বুঝতে পারে কোথাও যেন এই নেল পলিশের কালার সে দেখেছে তার খুবই চেনা লাগছে।দীপা সূর্যকে হাত ধরে জিজ্ঞাসা করছে সেই দিন ঠিক কী ঘটেছিল?
দীপা বুঝতে পারলো মিশকার এখানে বড় হাত আছে। সেই সমস্ত ষড়যন্ত্র করেছে কিন্তু সূর্যর ভয় মিশকা তার দীপা সোনা ও রুপার ওপার কোনো বড় ক্ষতি না করে দেয়। সূর্য এই মুহূর্তে জেলে রয়েছে। সূর্য রীতিমতো ভেঙে পড়েছে। কিন্তু দীপা সূর্যকে সাহস জাগিয়ে জানাচ্ছে সে তার পাশে আছে।
দীপা মিশকার বাড়িতে এসেছে রহস্যের সমাধান করতে। কিছুতেই বুঝতে পারছে না মিশকা ঠিক কোন চাল চেলেছে? তবে দীপা বুঝতে পারছে মিশকার বাড়িতে যেয়ে বড় জানলাটা আছে ওখান দিয়ে মিশকার পালিয়ে গিয়েছে।