মিশকা এবং সূর্যর অতীতে কিছু তো একটা ছিল! আসল সত্যি জানতে চায় দীপা
স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।মিশকার বাড়িতে সোনা ও রুপাকে নিয়ে দীপা হাজির হয়েছে। কিন্তু মিশকা ভেবেছিল সূর্য বোধায় তার সঙ্গে দেখা করতে এসেছে। দীপা জানায় গতকাল রাত্রের মেসেজটা সূর্য নয় দীপাই তাকে করেছিল।
সোনা ও রুপা কে সঙ্গে করে দীপা নিয়ে এসেছে মিশকা বাড়িতে সেখানে গিয়ে কি করে মিশকা আন্টিকে বিপাকে ফেলতে হয় খুব ভালো মতন জানে সোনা ও রুপা তাই একটার পর একটা বায়না করেই যাচ্ছে।
সেনগুপ্ত পরিবারে সবাই আনন্দ করে হাসি ঠাট্টা করছে সিঙ্গারা খাচ্ছে। ঠিক এই সময় মিশকা এসে বাড়ির সকলকে জানায় সে আর আনন্দ ধরে রাখতে পারছে না। সূর্য এবং মিশকার স্যার এসে জানালো তাদের সন্তানের ডিএনএ ম্যাচ করে গেছে। যেহেতু মিশকার কথা কেউ মানছে না তার জন্যে মিশকা ও তার স্যার পুলিশের কাছে চলে গিয়েছে।