মুক্তির ঠিক প্রাক-মুহূর্তে বড়সড় সমস্যা ফাইটার, একাধিক দেশে নিষিদ্ধ হল ছবি!
আজ ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে হৃতিক-দীপিকার (Hrithik Roshan, Deepika Padukone) বহু প্রতীক্ষিত সিনেমা ‘ফাইটার’। এই ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই পাকিস্তানের কিছু শিল্পী এই ছবিকে ‘পাকিস্তান বিরোধী’ বলে সমালোচনা করে আসছেন। তাদের অভিযোগ, ছবিতে পুলওয়ামার ঘটনার প্রতিশোধের পাশাপাশি ‘ইন্ডিয়া অকুপায়েড পাকিস্তান’-এর মতো সংলাপ ব্যবহার করা হয়েছে।
এই সমালোচনায় এবার পাল্টা জবাব দিলেন ‘ফাইটার’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি বলেন, “পাকিস্তানের ছবিতে দেখানো ভারত বিরোধী বিষয়ে যদি ভারতীয় তারকাদের কোনও আপত্তি না থাকে, তাহলে ওদেশের শিল্পীদেরও গায়ে লাগার কিছু নেই! আর কে বলছে পাক বিরোধী ছবি, হানিয়া আমির যে নিজে ভারত বিরোধী বার্তা দেওয়া সিনেমায় অভিনয় করেছে।”
সিদ্ধার্থের মতে, ‘ফাইটার’ একটি সন্ত্রাস বিরোধী ছবি। এই ছবিতে পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে তৈরি একটি গল্প দেখানো হয়েছে। তিনি বলেন, “ট্রেলারে কয়েকটা লাইন দেখে হইচই করবেন না। অযথা বিতর্ক তৈরি করবেন না। ‘ফাইটার’ কিন্তু আদ্যোপান্ত ভারতের ছবি। দেশাত্মবোধক ছবি।”