মুক্তি পেল প্রধানের প্রথম পোস্টার! দেখে নিন এক ঝলকে
কলকাতার নন্দনে শুক্রবার প্রকাশিত হল দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তী অভিনীত ‘প্রধান’ ছবির পোস্টার। পোস্টারে খাকি পোশাকে একজন পুলিশ অফিসারকে দেখা যাচ্ছে। তাঁর এক পাশে পরাণ, অন্য পাশে অনির্বাণ।
ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। তিনি বলেন, “‘টনিক’-এর পরে ‘প্রধান’ আবার আমাকে আমার দুই প্রিয় অভিনেতা দেব আর পরাণদার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে। দুজনের অনস্ক্রিন রসায়ন এক কথায় অসামান্য এবং এত বড় আর প্রতিভাবান কাস্টের সঙ্গে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা। আমি নিশ্চিত যে দর্শক এক নতুন অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাবেন। একটা মনে রাখার মতো সিনেমা তৈরি করার চেষ্টা করেছি।”
ছবিতে দেব একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। পরাণ ও অনির্বাণের চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে ছবিতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুও।