মুখার্জি পরিবারের সব ষড়যন্ত্র ফাঁস করে দিল জগদ্ধাত্রী!
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর নতুন পর্বে দেখা গেল, দেবো আবারো ষড়যন্ত্র করছে। তার লক্ষ্য জগদ্ধাত্রী ও কৌশিকী। মুখার্জি পরিবারের ঘুরতে যাওয়ার সময় হঠাৎ জগদ্ধাত্রীর উপর হামলা হল। কৌশিকী দেখতে পেল জগদ্ধাত্রীকে গুলি করতে চাইছে কেউ।
অন্যদিকে, উৎসবের মা বৈদেহি মেয়েকে বলে, মেহেন্দির অনেক দিনের ইচ্ছা সে কৌশিকীর চেয়ারে বসবে। তাই উৎসব ও মেহেন্দি যেন এবার তাদের কাজ ভালোভাবে করা শুরু করে দেয়।
বৈদেহির কথামতো উৎসব ও মেহেন্দি কৌশিকীর অফিসে ঢুকতে চাইলে তাদের আটকাল স্বয়ম্ভু। সে বলল, ওই চেয়ারে শুধুমাত্র তার বরদি কৌশিকীর অধিকার। সে নিজের পরিশ্রম দিয়ে এই কোম্পানিটিকে তুলে এতদূর নিয়ে এসেছে।
মেহেন্দি স্বয়ম্ভুর কথা শুনে রেগে গেল। সে বলল, সে কৌশিকীর চেয়ারে বসবেই। সে কৌশিককে এই কোম্পানি থেকে বের করে দেবে।